সবাই যখন উচ্চ বিলাসিতায় মেতে থাকে?
অথবা নিজেকে বড় প্রমাণের  করার জন্য মেতে উঠে,
তখনই নিজেকে ঘেন্না করতে ইচ্ছে করে!


আমরা সেই ব্যাক্তিবর্গকে খুব বেশী পছন্দ করি?
যে কিছু মানুষের উপর ভর দিয়ে-
অনেক উঁচু থেকে বলে ভাল আছেন।


মনে হাজারো প্রশ্ন এসে ভির করে
যে প্রতিভার উপর আমি ভর করে দাঁড়িয়ে আছি-
সেটা না আমার বুকের উপর ই ভেঙ্গে পরে!


তবুও চলতে হয়, চলতে হচ্ছে, চলতে হবে।
চলতে চলতে যখন পথ হারিয়ে ফেলি
তখন ক্লান্তির চাদর জরিয়ে বসে থাকতে ইচ্ছে করে।


আর তাদেরকে নিচে নামিয়ে বোঝাতে ইচ্ছে করে-
যে আমরা অনেক ভাল আছি নিজেস্বতা নিয়ে।