ঈ :- কী রে কেন এতো দুঃখ তোর ?


আ :- আমার তো দুঃখ নেই


ঈ :- আমাকেও লুকোতে চাইছিস ?
       আমি তো সবই জানি ।


আ :- তাহলে  জানোই যখন প্রশ্ন করছো কেন ?


ঈ :- তোর অতল কে আরো অতল করবো বলে ।
        পুড়িয়ে পুড়িয়ে আরো খাঁটি করবো বলে ।


আ :- যদি বলি আর চাইনা পুড়তে ।
         আমাকে মৃত্যু দাও ।


ঈ :- হেরে যেতে চাস এতোই সহজে ?
        নিজেকে বিশ্বাস নেই ?


আ :- তুমি তো সবই জানো , তাহলে বলো
         কতোটা অপেক্ষার পর হাল ছাড়তে হয় ?


ঈ :- যদি এই লেখা লিখতে লিখতে মৃত্যু আসে
       তাহলে মৃত্যু অবধি - মৃত্যু অবধি - মৃত্যু অবধি