অদিতি
রাজপথে দ্যাখো লক্ষ কৃষক আজ
লক্ষ্যে দিল্লী পায়ে পায়ে হেঁটে যায়
রাষ্ট্রনায়ক পালাবে কি চুপি চুপি
লাঙল ফলাকে আসলে সে ভয় পায়


শিক্ষা সারথী খোলা আকাশের নিচে
রাজ্য এখানে শীত ঘুমে গেল না কি
তুমি একবার জেহাদি হবে কি আরো
বাংলার আজো বিপ্লব দেখা বাকি


বিপ্লব মানে নাহ্যের দাবি টুকু ?
তাই কি কৃষক আজকে নেমেছে পথে
বেচে দিল যারা রাষ্ট্রের সব কিছু
সাধু বেশ ধরে শুকর ও হায়নাতে


অদিতি
আজকের এই সন্ধি লগ্নে এসো
কৃষক যে দেশে বিপ্লব ডেকে আনে
শিক্ষার পাশে আজকে দাঁড়িয়ে বলো
ভক্তের কাছে শিক্ষিতদের মানে ।