আমরা যারা অল্পে বাঁচি
ভালোবাসার গল্পে বাঁচি
তাদের জন্য দুঃখ যেন বসবো বলে
ফরাস পেতে থাকে ।


আমরা যারা অনন্ত দিন
অপ্রাপ্তিতে শান্ত মলিন
দুঃখ তাদের ভোর কাতুরে শীতের মতো
লেপ মুড়িয়ে রাখে ।


আমরা যারা বলতে গিয়ে
লোক সমুখে তোমায় নিয়ে
চুপ করে যাই কেমন যেন
ভালোবাসার দায়গ্রস্থ ঋণে...


আমরা তারাই মনকে পোড়াই
পাওয়ার লোভে আবার জড়াই
শোধ রেখে যাই শ্রাবণ রাতে
হিমেল হাওয়ায় অশ্রু বরিষণে...