সমনে দিয়ে চলে গেল কারা
মনে পড়ে পুঙ্খানুপুঙ্খ


বিগত অতীত এই তো সেদিন


অচেনার থেকে চিরচেনা গ্রন্থি বন্ধন
ঘাত - প্রতিঘাত , উৎরাই - চড়াই প্রেম আলাপন


সহ্যের অতীত সীমানারেখা টানা হয়েছিল
দূর দিগন্তে ম্লান মকবুল হয়নি কখনো


আনন্দ আনন্দ আনন্দ , স্মিত মুখ
গ্রন্থি নিলয় , সময় আহেরি চলো হেঁটে চলো


এইতো সেদিন এখনো অনেক পথ চলা বাকি
হেসে , ভালোবেসে - দুঃখে - আনন্দে
ছাতা হয়ে , গাছ হয়ে , ছাদ হয়ে ।