এখন যখন কাজের শেষে
একলা বসে থাকি
গোপন মনের ভেতর থেকে
স্মৃতির আলো মাখি


সেই আলোতে স্পষ্ট দেখি
আমার ছেলেবেলা
গ্রামের মাঠ, লাটাই ঘুড়ি
গাজন তলার মেলা


স্কুল পালানো গ্রীষ্ম দিনে
উথাল পাথাল বাঁধ
ভিড়ের মাঝে ভরসা হওয়া
শক্ত বাবার কাঁধ ।


ডাঙ-গুলি আর চোর পুলিশের
বিকেল গুলো সেই
বায়না করে লাড্ডু হাওয়াই
১-টি টাকাতেই !


সবই ছিল মনের মতন
হাসি-কান্নায় মুড়ে
চলে গেল সব নিজের মতো
স্রোতের সময় জুড়ে ।


সবই গেলেও একটি জিনিস
আমায় বলে থাক
ছোট্টবেলার মায়ের আমার
প্লুত স্বরের ডাক ।