ভালোই আছে ধিঙ্গী মেয়ে আজ
সময় স্রোতে পথ গিয়েছে বেঁকে
পরিযায়ী মানুষরা সব এলো
হারিয়ে গেল একলা ফেলে রেখে


কেউ ফিরেছে হটাৎ কোনো শীতে
মনের ভিতর প্রদেশ ঢাকা হিম
এখন আমি দিব্যি ভালো আছি
সলতে সোহাগ সেই জ্বলে টিমটিম


কেউ জানে কি প্রেমিক কেমন ছিল
দিদির কাছে গোপন  অনেক কথা
মা যদিও ভীষন ভালো বাসে
খোঁজ পেলো না দুঃখ দিনের ব্যথা


কারণ আমি একলা থাকি বেশ
দুঃখের দিনে কপাট গুলো এঁটে
বালিশ জানে গুমরে কাঁদার সুখ
একে একে সব কিছু যায় কেটে


মেঘলা আকাশ যেমন কেটে গিয়ে
হাসতে থাকে গাঢ় নীলের হাসি
শিখিয়ে দিলো উদার হতে সেই
হারিয়েছে আজ রান্না করা মাসি


রান্না মাসির বয়স অনেক হবে
কেমন আছে , খবর পাওয়া যেতো
বন্ধু গুলো থাকতো যদি সেই
দশ বছরে বাড়ি না বদলাতো ।


লুকিয়ে দেখা ছেলিটি আর নেই
এখন তো সে ঘোরতোর সংসারী
আদর করে খাইয়ে দেওয়া মেয়ে
ছেলের ওপর করছে শাসন জারি


সে সব কথা এখন না হয় থাক
আকাশ আজো তেমনি কাছে ডাকে
মনের কথা বলবে বলে তাই
চাঁদে তারায়  সাজায় রাত্রিটাকে


কে বলেছে একলা থাকি আমি
ভালোবাসার বিশ্ব আছে খোলা
সময় হলে বদল সবার আসে
বদলে গিয়ে নেই আমি একলা


মনের ভেতর পাথর কোনো নেই
চোখের জলে সব গিয়েছে গলে
তোর মতো যার ছন্নছাড়া ভাই
তার কি আর দুঃখী হলে চলে ।


দুঃখ বাতাস যদিও ছুটে এসে
ভিজিয়ে যায় হটাৎ কোনো দিনে
মনের রোদে ঠিক শুকিয়ে তাকে
বাঁধতে থাকি ভালোবাসার ঋণে ।


                         _ছন্নছাড়া(সৌ)_