নীরা ঘুমিয়ে গেলে
অপলক চেয়ে থাকি মুখটির দিকে
সান্ধ্য পূর্ণিমায় যেমন
পদ্মের গায়ে জেগে ওঠে হৈমবতী তৃষ্ণা
ঘুমন্ত নীরাও সেরকম মায়াবতী।


থেকে থেকে ঘুমের ভিতরে
সে কী স্বপ্ন দেখে, জানি না


সুনীল বাবু আপনি জানতেন ?


আমি তার ঘুমের সময় নিরন্তর
স্বপ্নের গভীরে হাস্য মুখের চেয়ে
প্রার্থনা করি -
ঈশ্বর, নীরার এই স্বপ্ন যেন কোনোদিন
শেষ না হয় ।
নীরার এই হাসিমুখ যেন কোনোদিন
মলিন না হয় ...