শ্রীচরনেষু বাবা ,


এই মাসে এখনো টিউশনির টাকা পাই নাই ।
তাই পাঠাতে পারলাম না , একটু কষ্ট করে চালিও এবারটা । ইলেকট্রিক বিল মিটিয়ে দিয়েছি , গ্যাসটাতে মনে হয় এ মাসটা পার হয়ে যাবে । মায়ের লক্ষ্মীভান্ডারের টাকাটা তুলতে যেও না যেন , ও হতভাগীর সম্বল বলতে তো ওইটুকুই । তোমার গৃহলক্ষ্মীর ভান্ডারে একটু কিছু সঞ্চয় অন্তত থাক । আমাকে নিয়ে ভেবো না , নিজের যত্ন নাও । জানি ধান তো আগেই নষ্ট হয়ে গেছে ,  অকাল বৃষ্টিতে আলু , পেঁয়াজের ক্ষতি হয়ে গেল । তবু ভেঙে পড়ো না বাবা , তাকিয়ে দেখো এই বাংলার লক্ষ লক্ষ ছেলেমেয়ে বছর বছর অপেক্ষা করে আছে শিক্ষক হবার আশায় , এস এস সি এর আশায় । আমিও তেমনই আশা হত হইনি । তবে কি জানো পড়ার বই গুলোও ঠিক মতো কিনতে পারছি না অবস্থা এমন , আর তোমাকে বলতেও এখন লজ্জা লাগে । ঘাড়ে বসে এতবছর খেলাম , আরো খাই কিভাবে (?) । তবে তুমি তো চাষা , আর চাষারা আশায় বাঁচে । বাবা তুমিই তো বলো " দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি " , তাই আশাহত হবে না একদম , সুদিন আসবেই আসবে । ভালো থেকো তুমি - মা ,  এ মাসটা চালিয়ে দাও । আগামী মাসে আমি আসছি ...


                                              ইতি
                                            রৌণক