বন্ধুরা বললো পাহাড় দেখার কথা
যেখানে দাঁড়িয়ে আমি সেখানে স্পষ্ট গ্রস্থ উপত্যকা


মকবুল পাখি আঁকা আছে পাহাড়ের গায়ে
অনিবার্য ছিল কি এই নির্মম খোদাই-এ


প্রাপ্তি যোগ দূর পাহাড়ের পাদদেশ থেকে
নির্মল এক প্রভাতে সোনালী আলো মেখে


বলেছি -
হে পাহাড় বন্ধ্যা জমিতে দিতে পারো কিছু জল
ফসল ফলানো কৃষকের আশা - শেষ সম্বল


বন্ধুরা বললো পাহাড় দেখার কথা
সানুমূলে দেখেছি দাঁড়িয়ে অনাবিল আনন্দ উপত্যকা