গেলে বুঝে যেতে নেই দূরুদ পাহাড়ে
বিথানের পথে আলো কুরূপ খোয়াড়ে
লুকিয়েই রেখে দিলে খুশি ও হতাশা
মনমরা হইওনা শুক মরেছে দূর্বাসা


হৃদয় গ্রন্থি থেকে উৎসারিত জল
গ্রামকেই ভুলে গেলে প্রিয় মফঃস্বল
প্রেমিক ভেবেছে যারা , করেছিল ভুল
তাদের সমিপে রাখি সালমা বনফুল


তারো চেয়ে ভয়ানক কিংবা গভীর
খোঁজেরে গোপন রেখো , আজো তাই স্থির
স্বার্থ শূন্য তার পথিকের বেশ
মুদিলে নয়ন পাশে তাকালে নিরুদ্দেশ


বিজ্ঞ বলে গালি দিলে উম্মতেরে কাল
খেদমত করে নিল শব্দের ফাল
ফালাফালা করে দিয়ো বরং শূন্যে
আয়ু তার রেখে যাবে প্রস্থান চিহ্নে