রাত পেরিয়ে সকাল তোমার ঘাসফড়িংএর ডানায়
তোমার জন্য দস্যি ছেলের হারিয়ে যাওয়া মানায়
হারিয়ে গেল তোমার মনে আকাশ ধরার আশায়
শরত জলে কোন গোপনে প্রেমের ভেলা ভাসায়


সেই ছেলেটার হটাৎ করেই ধরলো ভীষন ব্যামো
দেখতে যদি পাও কখনো তার জন্যেই থেমো
এমন এখন একলাষেঁড়ে নিজের মতোই থাকে
জমি জিরেত প্রেমিক জীবন সবকিছু বন্ধকে


বন্ধকী দিন ঋণ খেলাপি শুঁড়ির ঘরেই বাস
শান্ত ছেলের গন্ধ দেহে চোলাই বারো মাস
দেখতে কেমন উদাস উদাস বিষণ্ণ তার মুখ
শ্যেন নজরে দগ্ধে কে তার সৃষ্টিছাড়া সুখ


এক ছিল তার বাঁশের বাঁশি হারিয়ে গেছে ওটা
ধোঁয়ায় পোড়া কালচে ঠোঁটে বন্ধ সুরের ওঠা
ঝলমলে দিন তাহার ঘরে আঁধার ঘিরে থাকে
ভালোবাসার সূর্য কি তার দাঁড়ায় না চৌকাঠে ?