এপার-ওপার উত্তাল, নিস্তেজ মাঝ সুমদ্র
বুক ভরা শ্বাস নিয়ে ঢেউ ডুবে পড়ে;
               বির-বির করে কিছু বলতে বলতে।


সেখানে যায়নি কখনও কেউ
শুধু মেঘ আসে সারা রাত্রি জোৎসনা আটকে রাখতে।
সেখানে হাওয়া উষ্ণ-আদ্র-গতিহীন
কোনো দিশেহারা জাহাজও আসেনা সে পথে;
কেবল একটি দ্বীপ আছে- প্রাণহীন।
সুমদ্র তাকে তুলে ধরে থাকে দু-হাতে করে
                    যাতে ডুবে না যায়।


একদিন সে'ও ভেঙে টুকরো-টুকরো হয়ে যায়
আকাশের বুকে ভাসতে থাকে উবে যাওয়া সাগর
সেদিন তুফান আসে; বৃষ্টিও হয়
ডুবে থাকা ঢেউ ছুটে চলে মাঝ সুমদ্র লক্ষ করে।