বহুকাল রয়েছি অপেক্ষায় তোমার
গগনে-প্রবনে কবে হবে তুমি অন্তরঙ্গ?
কবে তোমার বেনো হওয়া বয়ে যাবে ধান ক্ষেতে?
এই ধান ক্ষেত পাঠ ক্ষেত হয়েছে অপেক্ষায়
এক আদ্র চাদরে এই গ্রাম মুড়ে দিয়ে
তোমার আগমন ঘটাও।


কৃষ্ণ মেঘে ঢেকে দাউ সমগ্র আকাশ
মেঘের শিরায় শিরায় চমকাক বিজলি
তারপর সারা দিন টিপ-টিপ!
খোলা জানালার পাশে বসে গুনব-
তোমার ঝরো ঝরো ঝরে পড়ার ছন্দ,
সেই ছন্দে আপ্লুত মনে গাইবো-
"আজ'ই এ ঝর ঝর মুখরিত বাদল দিনে"
খোলা জানালা রয়েছে অপেক্ষায়
বর্ষা তুমি এসো এবার।


কানায় কানায় পূর্ণ হবে খাল-বিল
জল থৈ থৈ পুকুর ঘাট,
মাছের নেশায় ঘুরবে ছেলেরা
চাষারা ছুটবে মাঠ।
সারা অঙ্গে কাদা মেখে শুয়ে রবে রাস্তাটি,
বৃষ্টিতে ভিজে এসে মায়ের তাড়া খাবে শিশুটি।
পঞ্চ ইন্দ্রিয় দিয়ে করবো তোমায় অনুভব
বর্ষা তুমি এসো এবার।


আষাঢ়ের তাল পাকেনি এখনো
হেঁসেলে ভাসেনি খিঁচুড়ির গন্ধ,
ডিম পোড়া ইলিশ আসেনি বাজারে
আড্ডা জমেনি চায়ের দোকানে।
বাঙালি রয়েছে অপেক্ষায়
বর্ষা তুমি এসো এবার।


মুণ্ডেশ্বরীর বুকে আসেনি ত্রাস
পুঞ্জিত ভয় জাগেনি মনে,
ধানের ক্ষেতে জমেনি জল
নৌকা চলেনি খালে।
বঙ্গের মাটি রয়েছে অপেক্ষায়
বর্ষা তুমি এস এবার।