তোমার ঠোঁটে আমার ঠোঁট
উষ্ণ বায়ুর স্পর্শে
শুকনো হয় আদ্র মন।
ঘনীভূত আঁধারের মাঝে
মিলে ওঠে তোমার আমার ঠোঁট।
উষ্ণ আলিঙ্গনের তাপে
ভিজে ওঠে পিঠের জামাটি,
আমার হৃৎস্পন্দনে কাঁপে
তোমার শিরা-উপশিরা গুলি।


আজ এই তীব্র ঝড়ের রাতে
নদি তার রুদ্র গতিতে
দুকুল ঝাঁপিয়ে, পাড়ি দিয়েছে
মোহনার খোঁজে।
কম্পায়মান মোমবাতির মাঝে
আমার ঠোঁটে তোমার ঠোঁট রেখে
অন্ধকার হাতরাচ্ছ
একফালি সুখের খোঁজে
মোমবাতির শিখা নিভিয়ে দিয়ে।


কাটিয়ে এসেছে বহু বাধা
পাড়িয়ে এসেছে বহু পথ,
ঘনীভূত আঁধারের মাঝে
ঝড়কে তুচ্ছ করে,
এক উষ্ণ আলিঙ্গনে
তোমার ঠোঁটে আমার ঠোঁট রেখে
এ ভালোবাসা পূর্ণতা পেয়েছে
তোমার আমার মিলিত 'চুম্বনে'।


ভালোবাসার পূর্ণতা ঘটে
দুই মানুষের মিলিত 'চুম্বনে'।।