ফিরে দেখো খুঁজে পাবে
পথের ধারে কুড়িয়ে পাওয়া পেনটি
আজও আছে, এক জং পরা বাস্ক বন্দি।
তার মুখের কালি ফুরোয়নি আজও
এখনও সে লিখতে পারে তোমার ভাগ্য।
শুধু পেলে এই জং পড়া বাস্ক থেকে মুক্তি।


ফিরে দেখো সরে দাঁড়াও
ভুল লাইনে বাড়িয়েছো পা,
মিষ্টি হওয়ায় সুখ খুজনা।
রাক্ষুসে গতিতে আসছে ধেয়ে ট্রেন
তার তীব্র হওয়ার টানে
গিয়ে পড়তে পারো তার দানব চাকার তলে।


খুঁড়ে দেখো পেতে পারো
হয়তো বা কয়লা খনিতে হিরে।।