মরে যাওয়া শহরের বুকে
একা গোলাপ ফুটে ওঠে;
লাল নয় নীলও নয় -
এক নেশা ধরানো রঙে সে ঘোরে ফেলে...
নেশাছন্ন চোখে তাকে ভালো লাগে,
                              ভালোবাসতে সখ হয়!
অবচেতন মন বলে এক-পা এগিয়ে
তাকে ছুঁয়ে দেখি
কেউ নেই, শুধু এক তারা চেয়ে রয় মিট-মিট করে;
সেও যেন ধ্বংস হবে একটু পরেই...


আর একটু পরে সে কাছে ডাকে
তার ঘোর তখন আরো গাঢ়,
কাঁটায় সব ক্ষত-বিক্ষত;
তবু দেহ চায় এক বিধ্বংসী আলিঙ্গন,
মন চায় ভেঙে পড়তে;
দূরে চাঁদ ডুবে যায়, করা যেন জেগে ওঠে
ওরা নিয়ে ডুবে যাবে, দেবে না ভালোবাসতে।