জীবন


নিস্তব্ধতা খুঁজে নেয় আমাকে
নিস্তরঙ্গ বাতাস জানান দেয়; এখানে কেউ নেই।
তুলোর মতো নরম মুহূর্ত গুলোর জন্ম;
উড়ে যাওয়ার জন্য।


যারা জেগে থাকে তারা ভেঙে পড়ে,
ম্যানগ্রোভের মতো শিকড় তাদের বুকে নেই।
অ্যালকোহলের ভিতরে লুকিয়ে থাকা আবেগ,
তাদের চোখে মুখে লেগে।
ভস্মে মাথা গুঁজে যারা সোনার হরিণ খোঁজে—পায়না।
আরো অন্ধকার – আরো উষ্ণতা,
বেঁচে আছে; খনির গভীরে।
নেবে পড়ো: একঘেয়ে সুড়ঙ্গ ঠেলে চলে যাও।
আরো অন্ধকার আরো উষ্ণতা বেঁচে আছে।।