হ্যাঁ আজও জানালাটা ঠক ঠকিয়ে ওঠে
দক্ষিনা বাতাস কেবল হৃদয় কাঁপিয়ে চলে যায়।
এখন তোমার চৌকাঠে ভুক্ষুকের ন্যায় পড়ে থাকি
একটু ভালোবাসার প্রার্থী হয়ে।
হৃদয়টা তোমার উঠানে পেতে রাখি
তোমার হৃদয়টা বুঝবো বলে।
গভীর অন্ধকারে হাতড়ে চলি
তোমার হৃদয়টা একটু ছোঁব বলে।


জানো'
         আজও মেঘ জমে পশ্চিম আকাশে
         ঢেউ ওঠে নদীর শান্ত জলে
         শুকনো পাতা গুলি ঝরে পড়ে, উড়ে চলে যায়।
          ঝড়ো হাওয়া ঘন অরণ্যে তান্ডব চালায়
          আমি কেবল ক্লান্ত চোখে তাকিয়ে থাকি,
          তোমার আসার পথে ঝরে পড়া বৃষ্টির ছন্দ গুনি।


জানো,
         এখনও রাত্রীর আকাশে উল্কা খসে পড়ে
         জোস্নার স্রোতে ভেসে বহু দূরে চলে যায়
         কেবল উত্তর আকাশে ধ্রুব তারাটি এক থেকে যায়।


জানো,
         আমারও খুব ধ্রুব তারা হতে ইচ্ছা করে
         শত শত অন্ধকারের শিখা হয়ে
         তোমায় দিক চেনাবো।


জানো,
         আমিও ভালোবেসে ছিলাম অনেক,
         দক্ষিনা স্বরূপ দিয়েছিলাম আমার পবিত্র দেহ,
         যা বটের শিকড়ের মতো পেঁচিয়ে ধরে
         আমার শরীরের সমস্ত রস টুকু নিকড়ে নিয়েছিলে।
         আমার শরীর নিয়ে তুমি তোমার রাক্ষুসে ক্ষুদা মিটিয়ে ছিলে।
         কিন্তু বাসি ফুল দিয়েতো আর পূজা হয়না
         তাই ছুঁড়ে ফেলে দিলে পতিতা আখ্যা দিয়ে।
         মনে পড়ে!?
         জানি মনে পড়েনা!
         এখনতো তুমি বাস্ত নতুন গোলাপ বাগান সাজাতে।
         আবার কোনো ফুল,
        তোমার লালসার যজ্ঞে আহুতি দেবে বলে।


জানো,
         এখন আমি অন্ধকার ভীষণ ভালোবাসী,
         হৃদয়ে জমে থাকা পুঞ্জ পুঞ্জ শীতল অন্ধকার
         ধীরে ধীরে আমার গোটা শরীর গ্রাস করছে!
         এক অদ্ভুত শিহরণ জেগে ওঠে এ মনে,
         মনে হয় আবার গিয়ে জড়িয়ে ধরে তোমাকে,
         কানে কানে বলি;
        দেখিস অবাঞ্চিত ভাবে তুইও-না আবার
         অন্ধকারে ঢাকিস।।