আজ সব'ই অতীত
আজ সব'ই নতুন
শুকনো ঘাসে ঢেকেছে ময়দান
কৃষ্ণচূড়া ছুঁয়েছে আকাশের বুক
বাস্তবের নিদারুন চাপে
আজ আমিও তোমার মত।
তবুও আমার হাসির অন্তরালে
ভেসে থাকে এক বিষন্ন আকাশ।


আমি দুর্গম পথে রক্ত ঝড়িয়েছি
কান দিইনি পিছু ডাকে
মানব সভ্যতার বুকে মাথা গুজে বেঁচেছি
দিগন্তে স্বপ্ন ভেঙে গড়েছি রঙিন আকাশ,
অন্তরালে রয়েছে যার
এই শহরের প্রাচীন কাহিনী।


না আমি ভুলিনি
ভুলবে না তুমিও,
হয়তো কুয়াশার চাদরে ঝাপসা দৃশ্য
কিংবা জং ধরেছে জানালায়।


পুব আকাশে তারা খসলে
কিছুটা সময় একাকিত্বে থাকি
তুমিও হয়তো কাটিয়েছো নিদ্রাহীন রাত্রি!


আজও আমি;
ব্যস্ততার পর্দা সরিয়ে
বাস্তবের অন্তরালে
খুঁজে চলি অতীতে ফেলে আসা
এক ধ্বংস প্রাপ্ত নক্ষত্র।।