পাহাড়ি নদী, উচ্ছঙ্খল স্রোত,
স্বচ্ছ জলে দেখেছিলাম তার জীবনদর্শন।
সেই নদী আজ রুক্ষ স্রোত
অবাক হয়ে দেখলাম তার
                   -ঘোলাটে পরিবর্তন।


পরিস্থিতি!
সে নেহাত'ই এক অসিলা মাত্র।
কই আমার তো হয়নি কোনো পরিবর্তন,
আঘাতের ফলে ঘটেছে শুধু
                 -পাথর থেকে বালিতে রূপান্তরণ।


স্বচ্ছ শিশির, গভীর কুয়াশা,
দেখেছি তার হৃদয়ের কমনীয়তা,
সেই শিশির আজ সেই কুয়াশা,
শুধু হারিয়ে গিয়েছে তার স্বচ্ছতা।


সেই পাথরে আজ হয়েছে ক্ষত,
বদলে গিয়েছো তুমি কত।


বুকের ওপর হাতটা রেখে,
চোখটা রেখো বুজে,
পাহাড়ি নদী, স্বচ্ছ জলে
তোমার অতীত পাবে খুঁজে।।