সেই উদাসী হওয়া
কাউকে চাওয়া
আর তোমার'ই ছাওয়া।


রয়েছে মিল
তবুও কঠিন
খুঁজে পাওয়া।


বসন্তের ঘোর
নিয়েছে মোড়,
তোমার জীবন।


শিকারি চোখ
চিতার নখ।
কি সংকটে এখন?


জ্যোৎসনা রাত
শূন্য হাত,
আর এক গুচ্ছ মন খারাপ।


পিঁপড়ের ঝাঁক
পেতেছে ফাঁদ,
শিকারের অভাব।


এই উদাসী হাওয়া
তোমাকে চাওয়া
আর শূন্যতা ঘিরে ধরা।


রয়েছে মিল
তবুও কঠিন
খুঁজে পাওয়া!