তোমার মনের আকাশে ঘন মেঘ,
বৃষ্টিতে ভিজেছে জানি রুমাল।
আমার কিছু কথা নয়,
তোমার রুমাল ভিজেছে,
কথা না হবার বেদনায়।


আজ অদেখা কিছু স্বপ্ন,
সত্যি হবার আশায় দৌড়ে ছিল;
কিন্তু সামনে কাঁচের দেওয়ালে ধাক্কা খেলো।
চোখের সামনে; আবদ্ধ ঘরে
মূর্ছিত হয়ে মারা গেলো।


তুমি বলবে হয়তো "বাঁচালামনা কেন?"
আমি যে পরিস্থিতির জেলখানায় আবদ্ধ।


জীবন মরুর তপ্ত উত্তাপে-
হৃদয়ের পুড় ছাই গুলো
চাপা ফেলে দিয়েছিল স্মৃতি।


আজ আমার মনের আকাশেও ঘন ,
শীতল হয়েছে জীবন মরু,
পুড়ো হৃদয়ের ছাই থেকে
মুক্তি পেয়েছে স্মৃতি গুলি।


রুমালের দিকে তাকিয়ে দেখি;
সেও ভিজেছে আজ পুরো দমে।।