এই রাত যদি হয় শেষ রাত;
তবে আমি প্রাণ খুলে হাসবো,
শেষ কটি মুহূর্ত যদি পড়ে রয় তবুও হাসবো।
যেমন হাসে দিনের শেষে ফেরিওয়ালা,
আমিও হাসবো।
অমাবস্যা যায় পূর্ণিমা আসে…
অষ্টমীর মরা নদীতে ঝিনুকেরা
মাথা তুলে উল্কা খসা দেখে।
কে আছে ওদের যারা পথের ধারে শিশির খেয়ে বাঁচে!


এই রাত যদি শেষ রাত হয়,
তাহলে আমি বাঁচবো… নিজের মতো করে!
এতদিন যাদের কথায় বেঁচেছি;
তারা মাটি কামড়ে পড়ে আছে মৃত্যু ভয়ে।
                           আমার ভয় নেই;
আমি অনেক পুরেছি আগুনে,
কত ফোস্কা শুকানোর আগেই;
আবার আগুন এসে লেগেছে গায়ে।
আর পুড়তে ভয় নেই।


এই রাত যদি শেষ রাত হয়, তবে;
একবার কথা বলবো নিজের সাথে,
কখনো সময় হয়নি…
কখনো একা রাস্তায় সিগেরেট হাতে ভাবিনি,
তুমি থাকলে কেমন হত।
কখনো রাত্রির জেগে ভাবিনি; কি ভাবে বাঁচা যায়!
মাঝ রাত্রে উঠে এক ঢোক জল খেয়ে, আবার ঘুমিয়েছি।


এই রাত যদি শেষ রাত হয়;
তবুও যদি কাউকে ডাকি, কেউ সারা দেবেনা।
শুকনো নদীতে কুয়াশার মাঝে প্রতিধ্বনিরা ফিরে আসবে শুধু।
সবাই ব্যস্ত… কি জানি কি কারনে!
তবুও মন চায় কেউ বলুক: ভালো থাকিস।
কেউ বলবে না…!
তারাই ভালো আছে যাদের কেউ নেই,
তারা শিখে গেছে।


এই রাত যদি হয় শেষ রাত, তবে;
তোমাকে মনে পড়বে অন্তত,
শেষবার বলবো ভালোবাসি।
ভালোবাসা কেউ ভোলেনা; লুকিয়ে রাখে।


এই রাত যদি শেষ রাত হয়;
তবে; আমি নিশাচর হবো,
সারা রাত্রির জাগব… …
                           শেষ রাত্রে ঘুমাবো।।