তুমি তারার মত মলিন হও,
আমি ভেঙে দেব তোমার আগুন শরীর।
দাবানল নিভে যাবে, মেঘের ধাক্কায়;
তুমি পাহাড় হয়ে উঠে দাঁড়াও।
স্যাঁতস্যাঁতে মাটি—চিবুক ঝুঁকে পড়ে—তোমার নরম কোমরে,
শিমুল তুলো জ্বলে উঠে।
তোমার কোলে মাথা রাখার মত সৌভাগ্য হয়নি জানি।
কিংবা, তোমার ঠোঁট… আগ্নেয়গিরির মত উদগ্রীব- উত্তপ্ত।
তোমার ঘাড়ে শিহরণ দিয়ে ঠান্ডা বাতাস,
মিশে যায় গিয়ে জানালার শিশিরে।
কখনো লোডশেডিং-এ তোমার কাজলা নয়নে;
নক্ষত্রের মত চেয়ে দেখিনি।
মোহনার মত নিস্তব্ধ আলিঙ্গনও সম্ভব না।
একটা নির্লজ্জ চুম্বনে ভালোবাসা প্রকাশ পায় না জানি;
তবে ভালোবাসা যায়।


ভেঙে পড়া গোধূলির একঘেয়েমি মুছে ফেলা যায়;
তোমার কাঁধে নিশ্বাস রেখে।