স্বপ্ন দেখেছি আমি,
স্বপ্নে দেখেছি আমি--
জীবনানন্দের
হাজার বছর অতিক্রান্ত পথের।
সেই সিংহল সমুদ্র থেকে--
হঠাত্-ই দারুচিনির দ্বীপের স্তব্ধতায় শুনেছি--
বনলতার হৃদয়ের কলধ্বনি।
কখনো-বা অশোকের ধূসর জগতে পৌঁছে,
মনে মনে উপলব্ধি করেছি বুদ্ধের।
কখনো-বা উনিশো পঁয়ত্রিশের হিরো হয়ে
ক্ষমা চেয়েছি বনলতার কাছে।
তারপর ?
তারপর-সব বাস্তবতা-----
দুই কুটিল দীর্ঘশ্বাসের মাঝে জেগে
ওঠা মৃত্যু দেখিয়েছে 'রেডকার্ড'--
আর সে প্রতিক্ষিত আগুনের মতো
আঙুল তুলে বলেছে---------------
"আরে শুনুন মশাই!
আজকাল স্বপ্ন দেখতেও
পাসপোর্ট লাগে। No পাসপোর্টে
No Allow।"
তারপর লক্ষ বছর ধরে
আমি বসে আছি-----
বসে থেকেছি, আর বসে থেকে দেখেছি--
মকরসার জাল বোনা,
দেখেছি তোমার প্রতিবিম্ব।