ভরা বুকে মাথা রেখে,কোমল উষ্ণতায় কি কখনো ভালোবাসা ছিলো না ! প্রশ্নের আদলে তৈরি উত্তর গুলো কি কুয়াশার মতো ধরা যায় না !
শূন্য হাতের তালু মুঠো করে,,, শূন্য কে ধরার চেষ্টা,
তোমায় সারাসন্ধ্যে দেখেও মিটে না যাওয়া সেই তেষ্টা,
আমার ভালো লাগে না । তোমায় ছাড়া এক মুহূর্ত ভালো লাগেনা।
দৈনিক প্রতিকূলতায় বেড়ে ওঠা তোমার আশ্চর্যজনক চোখ আমার একদমই ভালো লাগেনা । আমার ভালো লাগে না, আমাকে অস্থির করে, শূন্য করে দেয়। নিথর হয়ে পড়ে থাকি,,, আমার চোখের এক পাশ দিয়ে গড়িয়ে চলো তুমি তরল রূপরেখা হয়ে।