তোমারে মনে পড়ে খুব দীর্ঘ সময় ধরে । আমি ভাবি, আমি নিখোঁজ হই তোমার ভাবনার অন্তরালে । আমার সুদীর্ঘ পথ হারায়, একাকীত্ব কাটে না । বেলা ফুরিয়ে যায় অবেলায়। মৃত্যু-নিবন্ধন বাতিল করে দেয় আগামীর স্বপ্ন । আকাশের আলোয় মিশে যায় আশার আলো । তবুও আমার বন্ধ ঘরে বাতাসের গন্ধ আসে, আগামীর পথ চলার ভাবনা গুলো হঠাৎ থমকে যায় । ভেবে আর পারি না ! চোখ ভিজে যায় । অস্থির হয়ে যেন দুর্বল হয়ে পড়ি । দু-হাত মুঠো করে চোখের পলক ফেলতে ভুলে যাই । নিঃশ্বাস টা একবার ঘন তো আরেকবার কিছু মুহূর্তের জন্য থেমে যায় । একমাত্র সেই সময় নিজের জন্য এত যে মায়া লাগে বুঝাই কেমনে তোমারে। তবুও মন চায় আর একবার বাঁচতে।
কবিতাটি ৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৯/০৫/২০২৫, ১১:৩৫ মি: