আমার এক একটা দিন ফুরিয়ে যায় তোমার কথা ভেবে ।
তুমি বুঝো ? তুমি মানিয়ে নাও আমার এই বৈরী পরিবেশে থেকে যাও ততদিন যতদিন তোমার পারিবারিক হিসেব নিকেশ হয় নি।
তোমার ক্লান্ত হওয়ার কারণ আমি যতদিন হই নি থেকে যাও শুধু আমার হয়ে । আমি দূরের একটা পথের মত, তবুও চাই তুমি হেঁটে যাও। আমি তোমায় ভালবাসতে থাকি, তুমি তোমার কিছু রেখে দাও । তোমার পায়ের শূন্য আওয়াজ আমার পথে ঘাটে আনন্দ দেয় যতদিন থেকে যাও ততদিন । সেই আমার হয়ে, এই আমার হয়ে । আমাদের দূরত্ব মেপে দেখো না, কখনো এটা ভেবে ভালোবাসা থেমে দিও না।
আমি অনন্তকাল শব্দের আশে পাশে থাকি, তুমি থেকে যাও, আমি সুদূর পরাহত ভবিষ্যত ভেবে আঁতকে উঠি, তুমি থেকে যাও । আমি না পাওয়ার দলে অনুশীলন করি তুমি থেকে যাও, এই আমার হয়ে আর সেই আমার হয়ে ।।