ডাঁই করা রয়েছে বইপত্র জানালায় কাঠের তাকে,
সাধারণ জ্ঞানের, পাঠ্যের, নাটকের ও কবিতার।
ভাঁজ করা সংবাদপত্রের অতিশয় শিরোনামে
রোমহর্ষক তাজা খবর ! ঘাতনের-রাহাজানির,
নির্যাতিতার আক্ষেপের, অনাচারী প্রশ্রয়ের -
প্রত্যহ ভোরের আলোয় শিউরে উঠি।
চায়ের কাপে তাজা খবরে চোখ বোলাই,
বেলা বাড়লে প্রবেশ করি প্রেমের উপন্যাসে,
নাটকের স্বগোতোক্তিতে, সংলাপে, চাটুকারিতায়।
সাধারণ জ্ঞানের বই পরে জানি উন্নয়নের কথা।
ভুলে যাই, ভুলতেই চাই, সকালের মর্মাঘাত।
আসলে আমরা বাস করি নিজেদের মনেই,
নিজেদের মত বিশ্বটাকে চিন্তা করতে ভালোবাসি,
কবিদের কাছে বর্ণাঢ্য শব্দের আনাগোনা, মেদুরতা,
যুবকদের অন্তরের সম্ভাবনা, উত্তেজনাপূর্ণ ভবিষ্যৎ,
চাকুরিজীবীদের একটি রঙিন দিনের স্পর্শানুভূতি,
শোষকদের নিকট আপন স্বার্থসিদ্ধির নিরন্তর স্পৃহা।
ওই লাইব্রেরির ডিউই দশমিক পদ্ধতি মেনে চলা
সারিসারি নিথর গ্রন্থ, লাইব্রেরিয়ানের ক্যাটালগ,
অপরিমেয় টনের নিউজপ্রিন্ট, টোনার, ইলেকট্রিসিটি,
নিনরণী তথ্য; রিয়ালিটির নগণ্য অধর্তব্য কণিকামাত্র।
গভীর মন্দ্রে যে বক্তৃতা রেখেছি মঞ্চের বেদিতে,
সমবেত করতালিতে পুরস্কৃত হয়েছি বাগাড়ম্বরে,
তা অসীম মহাবিশ্বের একটি ক্ষুদ্র ঘনকোণ মাত্র -
যার ঘনত্ব ক্রমশই কমে, প্রাণাত্মার পীড়নে।
পৃথিবীর এক বিরাট বিচরণক্ষেত্র, আমাদের কল্পনায়
অপরিসর জীবনে পরিমিত পদক্ষেপ আর শ্বাস গণনে,
আমরা গড়ে তুলি নিজেদের ক্ষুদ্রায়তন এলিসিয়াম।