স্বপ্ন জমে থাকে বুকে, অপ্রক্রিয়াজাত অভিশাপে,
সমুদ্রের কোলে মাথা পেতে দেয় খণ্ডিত কাঠামো,
টাইটানিকের মতোই কোনো গোলাপ ফিকে হয়,
বৃহদায়তন হিমায়িত শৈলের গুরুভারে, নির্মম পিষ্টনে।
অতিপাত রুহিতনের প্রবাদতুল্য সৌন্দর্যে মুগ্ধ জলপরী,
তা সৌষ্ঠব বর্ধন করবে না, এই জীবনচক্রে, কোনো তরুণীর;
যার বর্ণোজ্জ্বল ইন্দ্রিগত আবেদনে হতমিত সমগ্র পৃথিবী।
ইউরাসিয়ার উত্তর সীমানায় তপ্তবাসনা সুগন্ধিসুন্দরীর
ছন্দবদ্ধ অঙ্গসঞ্চালনায়, শ্রোণী আবেদনে, মন্থর আন্দোলনে -
রূপকথার অলংকারে ভূষিত হতো ধর্মনিষ্ঠ অর্ধ-মহাদেশ।
সামন্ততন্ত্রে, ভূপতির নির্মম চাবুকচালনায়, করাল সত্য;
অনাবৃত হয় নিপাতনে সিদ্ধ হত্যাকান্ড, সহস্রযুগের।
ঈশ্বর বিধান লঙ্ঘনে, ধর্মযাজকের ক্রূদ্ধ দন্ডে;
কলঙ্কিনী নারীর আদিম অপরাধে, প্রমাথী নিসূদনে,
অর্দনকারীর এক্সক্যালিবুর চালনায়, শিরোচ্ছেদের পূর্ব নিপীড়নে;
রচিত হয় মানবতার, মহানতার, উদারতার রাজচরণস্তোত্রবন্দনা।
মীনের জলকেলির স্বচ্ছন্দতায়, মকরের ত্বরিত আঘাতে
ঘূর্ণবাত - সাইক্লোনের ঝঞ্ঝাবর্তে, প্রবালের অঙ্গ - অঙ্গারে,
একঝাঁক জায়মান, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণের সৃষ্টি হয়, সঞ্চারপথ যার
মেসোপেলাজিক মন্ডলে, ক্ষীণ আশায় মিতাশী নিসর্গতায়।