পাড়ার মোড়ে আড্ডাবাজদের  রকের কিনার;
মাটির ভাঁড়ের চায়ের সাথে জ্বলন্ত  চারমিনার।
পকেট খালি মধ্যবিত্ততার কিছু খাটি বন্ধুত্বের ষোলআনা;
সোশ্যালিজম এর দুনিয়াদারি তে আজ বাড়ির বাইরে বেরোনোই মানা।
আড্ডা এখন বেকারত্ব প্রকাশের চিহ্ন স্বরুপ;
ব্যাস্ত এখন সবাই B612 এর ফিল্টারে পালটাতে রুপ।
মজেছে সবাই সোশ্যালিজম এর বদ্ধ আকাশপটে;
তবুও কফিহাউসের কিছু আড্ডা আজও বেঁচে আছে বটে।
বইয়ের ফাঁকে লোকানো প্রণয়পত্র আজ শুধুই মলিন কাগজ;
ইমোজি আশ্রিত অনুভূতি আজ বোঝানো বড্ড সহজ।
বন্ধুত্ব শুধুই এখন একটি করে লাইক বাড়ানোর আশ;
প্রাণখোলা বন্ধুত্বের অস্তিত্ব আজ শুধুই দীর্ঘশ্বাস।
পৃথিবী টা ছোট হতে হতে এসে গেছে মুঠোফোনে ;
খালি মুছিয়ে দিয়েছে হাসি যা থাকত ঠোটের কোণে।।
-ইতি শব্দাণ্বেষী