চতুর্থ বিয়ের সম্বন্ধটিও হল হাতছাড়া;
কারণ??সে যে ধর্ষিতা!!
সমাজের চোখে সে আজ অপরাধী ভার্যা;
কারণ??সে যে কামের পাশবিকক্রিয়ার বশীকৃতা!!


আর ধর্ষক?সে শুধুই সামান্য শাস্তির ভাগীদার;
দোষ তো তার নয়! এ শুধুই তার পুং-দন্ডের উত্তেজিত ব্যাবহার।
বিজ্ঞজীবিরা খুব সরব;রমণীর  পোশাকে তাই উঠছে আঙুল!
শিশুকন্যার ফ্রকও আজকাল কামাতুর,ছোটপ্রাণটির কি ছিল ভুল?


রামমোহন রুখেছিলেন সতীদাহ ;
তবুও আজও অবিচলিত সে প্রবাহ।
সেকালে চিতাগ্নিতে করতে হত মৃত্যু-বরণ;
একালে কামতৃষ্ণা মেটাতে নারীদেহের "অন্তঃদহন"!