শ্রাবণ মাস পড়েছে অনেকদিন হল!
তা তারিখটা কি দেখেছ আজ?
"ডেট" নয় "তারিখ" আজ ২২শে;
৭৭ সন পূর্বের রাবীন্দ্রিক মৃত্যুসাজ।


একাবিংশ শতকে বেড়েছে বাংলাভাষী;
বৃদ্ধিপ্রাপ্ত তাই ২২শে শ্রাবণ পালনের মান!
সাদা শাড়ি,পাঞ্জাবির উঠছে সেলফি সমারোহ ;
"লহপ্রণাম" শুধুমাত্র সেইসব ছবির ক্যাপশান।।


বিশ্বকবি বঙ্গভাষায় রচেছিলেন "গীতাঞ্জলী";
ছিনিয়ে নিয়েছিলেন নোবেল বিলিতিদের থেকে।
তাঁর "বরেণ্য" সন্তানদের আজ মূলমন্ত্র বিলিতিভাষা
হাই-সোসাইটিয় মেকি দাম্ভিকতাটা যাতে টেকে।।


কবিপ্রয়াণ পালন করতে হলে;
করাই যেতে পারে একটি কাজ।
সারাদিন হোক শুধু বাংলায় কথা;
ছেড়ে "ছাপোষা বাঙালিত্বের" লাজ।।


জানি লেখাটি পড়ে রক্তে জাগবে বাঙালিত্বের তেজ;
তবে এটাও জানি সেই তেজ নিতান্তই সাময়িক।
কাল আবার ইংরাজি গানের তালে দুলবে মাথা;
রবীন্দ্র সংগীত পাবে "সেকেলে" তকমার ধিক।।


-শব্দাণ্বেষী