সিক্ত বর্ষার হয়েছে আগমন,
মেতেছে মহানগরী।
বরষাতি সুবাস লুপ্তপ্রায় আজ;
বাতাসও হয়েছে শহুরী।।


গগনপট আজি নিকষ কালো,
মেঘদূত বুনেছে বুনোটজাল।
ভিজে হাওয়ার নিনাদিত অনুভূতি;
প্রেম-তরীর উড়ছে দিকপাল।।


কোথাও রোমান্টিকতার মাতোয়ারা,
কোথাও কষ্টগুলো ধরছে পুর্নজীবন।
বারিপাতের স্নিগ্ধধ্বনির দুই-সুর;
শ্রোতাভেদে কর্ণকুহর করছে শ্রবণ।।


বৃষ্টিও ধরেছে ধরণীর পানে,
বইছে বিচ্ছেদনের করুণা-সিন্ধু।
শ্যামলা মেঘের বিরহিণী রাধা সে;
পদ্মপাতার মুক্তোজ্জ্বল 'জলবিন্দু'।।

-ইতি শব্দাণ্বেষী।