বৃষ্টি করেছে বড় অভিমান;
মেঘ যে ঝরিয়েছে তাকে,মনেরগহনে দেয়নি স্থান!
বৃষ্টি আর ছুঁতে পারে না মেঘের পানে;
মেঘগর্জন আজ বিষাদময় বৃষ্টির কানে।
মেঘ ও আজ হয়েছে নীরশুন্য নিষ্প্রাণ্য ;
বৃষ্টিহীন মেঘ তাই সবার অকাম্য।
অপেক্ষা শুধু আগামী বরষার;
মেঘ ফিরে পাবে তার বৃষ্টি,বাধবে সুখসংসার।
ভাঙবে সমস্ত মান-অভিমান;
হয়তো এটাই ভালবাসা,বিচ্ছেদনেও কমে না যে টান।।