ফেমিনিজমের জবানীতে সমাজ  পুরুষতান্ত্রিক ;
পুরুষরাই নাকি সুবিধা পায় সর্বাধিক!
আমিও পুরুষ! ;পেশ করতে চাই কিছু বক্তব্য;
ঠিক না ভুল বিচার আপনাদের , দিলুম সপে কর্তব্য।
নারীরা আর নেই পিছিয়ে, নারী-পুরুষ সম্যানুপাত
কিন্তু আজও রিসার্ভড শুধু লেডিস সিট, এ কেমন বৈষম্যাঘাত?
জ্বরঘ্ন অসুস্থ ছেলেটিও কি করে না "সেই সিট" ডিসার্ভ?
ওহো! মাফ করবেন ফেমিনিজম যে সেই সিটগুলি করেছে প্রি-রিসার্ভ!!
ভিড় মাঝে যদি ভুলবশত ছুঁয়ে যায় ফেমিনিস্টদের গা;
ধর্ষক বলে পাবে মর্যাদা,মর্যাদাদানে হবে না কেউ পিছপা!
হয়েছি পুরুষ!সমাজের চোখে রোজগার করাই আমাদের মূলমন্ত্র;
রোজগারের অঙ্কেই প্রকাশ পায় সম্মান,আজ,বিচারিত হয় পুরুষত্ব।
তবুও সুবিধাভোগী আমরা,পুরুষোচিত এ সমাজ;
ফেমিনিস্টরা উঠবেন গর্জে,এত সুবিধা নিতে করে না কেন আমাদের লাজ?
শেষবেলায় বলি,এযুগে ফেমিনিজম বড্ড দরকার;
ফেমিনিজম মন্দ নয়,মন্দ শুধু সুবিধাবাদী ফেমিনিস্টদের সমাহার।।