ও পথিক স্বপ্ন দেখা দিয়েছ ছেড়ে?
জীবনযুদ্ধকে দেখাচ্ছ পিঠ, যাচ্ছ হেরে!
এসেছে সময় কামারশালের ভাটি কর প্রজ্জ্বলিত;
পরিশ্রমের দীপ্তশিখায় কর প্রতিকূলতার লৌহ বিগলিত।
নির্মিত হোক সেই বিগলিত লৌহের অটুট সমর বর্ম ;
ফলের চিন্তন করো না পথিক অবিচল রেখো নিজের কর্ম।
তবে জেনো পথিক, জয়ের পথে আসবে অনেক বাধা;
ঈর্ষালুরা সদাব্যাস্ত ছেটাতে প্ররোচনিত কাদা।
শেষকালে বলি পথিক শুধু ধরে রেখো আত্মের বিশ্বাস;
যুদ্ধ তোমার নিজের সাথে,জয় নিশ্চিত নিও আশ্বাস।