প্রিয় জীবন ;
হ্যাঁ ভালই আছি আজকাল;
খালি বন্ধুসঙ্গের পড়েছে বড় আকাল।
ভেঙেছে সেই প্রিয় টিউশন ব্যাচ;
হারিয়ে গেছে টিউশন শেষের সেই ক্রিকেট ম্যাচ।
আজও মাঝে মাঝে সেই চেনা পথগুলোয় হাটি;
স্মৃতির পাতায় চেনা উপন্যাস গুলো আকুলভাবে ঘাটি।
কেরিয়ার প্রস্তুতিতে হয়েছে আজ সবাই ব্যাস্ত;
বন্ধুত্ব মেটানোর দায় আজ ব্লুটিকের ওপর ন্যাস্ত।
হারিয়ে ফেলেছি সেইসব প্রাণখোলা হাসির সমাহার;
হেডফোন আর মোবাইল স্ক্রিনেই মেটাচ্ছি সব আবদার।
কথা বলার মানুষের নেই যদিওবা অভাব;
সবার মাঝে রয়েছি তবুও একাকিত্ব
বিস্তারিয়েছে প্রভাব।।
-ইতি তোমার শব্দাণ্বেষী