আমি জন্ম দেখেছি কিন্তু
নিজের জন্ম দেখি নাই।
আমি মৃত্যু দেখেছি কিন্তু
নিজের মৃত্যু দেখি নাই।
আমি জীবন থেকে অস্তিত্বের বিলীন হতে দেখেছি
কিন্তু অস্তিত্বের প্রমাণ পাই নাই।
অস্তিত্বের রশানলে অনেক ভুল করিয়াছি কিন্তু
কিছুই শিক্ষা নিতে পারি নাই।
আমি দুনিয়া দেখেছি কিন্তু
আমি জীবনের মাণ দন্ডে দুনিয়া দেখি নাই।
আমি জীবনের অনুপাতে দুনিয়া দেখেছি
কিন্তু তাহা মহাকাশ থেকে কতটা তুচ্ছ দেখায় তা দেখি নাই।
আমি কত শত ভুলের মাশুল দিয়েছি
কিন্তু ভুল গুলিকে উপলব্ধি করতে পারি নাই।
আমি জীবন দেখেছি কিন্তু মৃত্যু দেখি নাই।
আমি মৃত্যু দেখেছি কিন্তু
নিজের মৃত্যু দেখি নাই।
আমি নিজেকে দেখেছি,
নিজের অস্তিত্ব উপলব্ধি করেছি
কিন্তু অস্তিত্বের জন্ম দেখি নাই।