ভাই! অরণ্যে’র গহীনে যখন
সূর্য অস্ত যায়,
ক্ষুদ্র মশাল জ্বালিয়ে,
নিজের অস্তিত্বের
প্রমাণ দেয়া যায় না।
আর মাঝ রাতে গুম থেকে উঠে,
গভীর সমুদ্রে নিজেকে যদি
ডিঙি নৌকা’য় আবিষ্কার করেন
তখন তীর খোঁজার জন্যে
জ্যোতিষশাস্ত্র আর ততটা
কাজে আসবে না।
ভরা পেটে যেমন ক্ষুধার
যন্ত্রনা উপলব্ধি করা যায় না।
আর মুক্ত অবস্থায়,
বন্দিত্বের স্বাদ
আস্বাদন করা যায় না।
আলোর নিচে দাঁড়িয়ে,
কখনোই অন্ধকারের
ঘটে যাওয়া ঘটনার
আঁচ করা যায় না।
আর বাস্তবতা এমনই,
স্থান কাল পাত্র ভেদে
কেউ নিজের বিচার করতে পারে না।