এই জগৎ এ হায় সবাই স্বার্থপর
কে আছে আপন, সবি পর।।
যদিও কাছের তবুও দূরের
কেবলই সুখের অংশীদার।
দুঃখের অন্তঃ মিল খোঁজার
ব্যর্থ প্রচেষ্টায় মগ্ন এই জীবন
কি বা পেলো সবি হারালো।।
তাই বলি কি জনাব
আমি সওদা করিব না,
প্রেমের বদলে ভালোবাসা কিনিব
অর্থ দিয়া লজ্জা দিবেন না।।
হবে কি একটু ভালোবাসা,
আমি ভালোবাসার কাঙ্গাল,
         চাইলেই দিতে পারেন
এক মুঠো ভালোবাসা
লাল বর্ণের ভালোবাসা,
নীল বর্ণের ভালোবাসা,
চাইলেই দিতে পারেন..
তবে আমি হরতাল, অবরোধ
দিয়ে কয়েক দফা দাবি জানিয়ে নয়
প্রেমের বিনিময়ে ভালোবাসা চাইবো
হবে কি দেবার মত,
একমুঠো ভালোবাসা.
লাল বর্ণের ভালোবাসা।।