ভুল থেকে যার সূচনা,
তাহার কিসে কামনা?
টানিতেছি গ্লানি, তার তরে
চিরায়ত মোর বাণী ।।


এই ধরণী তে আসিয়া করিয়াছি ভুল
তারি মাশুল দিবার লাগি ছিন্ন দুটি কুল।
ভাসাইয়া দুঃখের ভেলা
চলিতেছি একেলা নিঃশ্বাসের তরে চাহি !


নীড় ছাড়িয়া, পথ হারাইয়া দূর দিশারি
সুখের সখা, না পাইলাম তার দেখা।
দিন শেষে বিষাদ মনে বসিয়া
এক কোনে ; ক্ষণে ক্ষণে চাহি ফিরিয়া ।
সিক্ত নয়নে, তিক্ত চিনে সহসা
অস্তমিত অস্তিত্বের শেষ বিন্দু কণা।
মৃত্তিকার সাথে মিশিবার তরে
ক্রমশ প্রহর গুনছে ।।