সারাদিন জ্বর জ্বর, রাতে বাড়ে তাপ
ওগো প্রিয়া কেন তুমি এত চুপচাপ ।


রাত শেষ,দিন আসে,ফের সংগ্রাম
সময়ের ধারা বেয়ে জীবনের গান ।


কতলোক,কতকথা ,তবু একা হাঁটে
অভাগা সে-বেড়ালে তারই পথ কাটে ।


একা থাকা দুপুরেতে মদের গেলাস,
বেসিনের তলাতে পচে ওঠে ভাত ।


এভাবেই জীবনটা যাক্ কেটে যাক্,
পাশে তুমি থেকো শুধু রবীন্দ্রনাথ ।


দিনশেষ,রাত হয়,ফের বাড়ে তাপ
এইবারে প্রিয়া তুমি রও চুপচাপ ।।
              
       …………………সৌভিক সেন ।।