একযুগ আগে আমি যখন অবুঝ ছিলাম,
চষেছিলাম বোকামির খেত…
            তুই গৌতম বুদ্ধ হলি,
            আমিও হলাম বুদ্ধিজীবী
খেতের চারা মাঠে মরল…
                      হারিয়ে গেল মিলিনিয়াম ।।


একযুগ আগে আমি যখন ন্যাংটো ছিলাম,
তোর বুক পেট তখন সমান্তরাল…
             দুটো লজ্জাঢিপি এল,
             আমি নপুংসক হলাম
তোর বুকে  ঘুণ ধরল…
                       হারিয়ে গেল মিলিনিয়াম ।।


একযুগ আগে আমি যখন নদী ছিলাম,
তোর সাথে কত নৌকাবিলাস…
              কোথা থেকে কুয়াশা এল,
              আমিও হলাম মন্দগতি
তোর নৌকা পাল তুলল…
                       হারিয়ে গেল মিলিনিয়াম ।।


একযুগ আগে আমি যখন ছোটো ছিলাম,
খেলতে যেতাম তোরই সাথে…
               সময় কেমন হারিয়ে গেল,
               আমিও কেমন বড় হলাম
সব রাস্তা গুলিয়ে গেল…
                        হারিয়ে গেল মিলিনিয়াম ।।