আজব শহর ঢাকা,
দিনের বেলায় গনগণে ভাব-
রাতের বেলায় ফাঁকা।
আজব শহর ঢাকা।
মানুষগুলো কেমন যেন,
শুধুই চেনে টাকা-
চাকরি নামক বস্ত জোটে-
যার আছে মামা।
আজব শহর ঢাকা।
দুর্নীতিকে নিয়ে নাকি
ঘোরায় কলের চাকা-
আজব শহর ঢাকা।