ভালো ব্যবহার অভ্যাস যার
ছাত্র পড়ানো কাজ তার,
সকল সম্মানে পাত্র সে
শিক্ষক নামে পরিচিত সে।


শিক্ষক মোদের প্রাণের গুরু
আদর্শেরই প্রতীক,
তাদের দেখানো পথে হাঁটে
ছাত্র-ছাত্রী পথিক।


মায়ের কাছে শিশুর শিক্ষা
জন্ম থেকেই শুরু,
মায়ের পরে শিক্ষক হলেন
জ্ঞানের জন্য গুরু।


শিক্ষক হলেন শ্রদ্ধার পাত্র
শিক্ষার অতি সুজন,
শিক্ষকরাই করেন একেকজন
ডাক্তার, ইঞ্জিনিয়ার সৃজন।


আদর্শ শিক্ষা কামনায়
উৎসুক একটা জাতি,
শিক্ষক যেন হয়ে উঠে
আঁধার পথের বাতি।