কোথায় খুঁজবো তোমায়?
সবুজের ঘাসে,
শিশির হয়ে আছো তুমি
আমায় ছুঁয়ে দেবে বলে।


কোথায় খুঁজবো তোমায়?
নদীর বালুচরে,
ঢেউ হয়ে আছো তুমি
আমায় ভিজিয়ে দিবে বলে।


কোথায় খুঁজবো তোমায়?
দূরের ওই নীল আকাশে,
রংধনু হয়ে আছো তুমি
আমায় রাঙাতে।


কোথায় খুজঁবো তোমায়?
ফুলের বাগানে,
ফুল হয়ে আছো তুমি
আমি ভ্রমর হবো বলে।


কোথায় খুঁজবো তোমায়?
নুপুরের শব্দে,
নুপুর পরেছো বুঝি
তোমায় আমায় চেনাতে।


কোথায় খুজঁবো তোমায়?
চুড়ির আওয়াজে ,
লাল চুড়ি পরে আছো
আমার চোখ ভোলাতে।


কোথায় খুঁজবো তোমায়?
মন্দিরের আঙিনায়,
আলতা পায়ে আছো তুমি
আমি চিনে নিবো তাই।


কপালের লাল টিপে তোমায়
আমি সাঁজাবো,
যেথায় থাকো তুমি
ঠিক খুজেঁ নেবো।


তুমি শুধু সব ছেড়ে
আমার হয়ে যেও।