সন্ধ্যে তারা অস্তগামী নীল জোছনার খোঁজ,
দেখছ তুমি অবাক চোখে; ভাবছ বসে রোজ।
ঘুরি আমি হন্নে হয়ে অস্তিত্তের ভাগ,
তুমি দেখ আকাশপানে চাঁদের কটা দাগ।
অবাক হয়ে অংক মেলাই সমীকরণ ছাড়া,
চাঁদের বুড়ি তখন তুমি আনন্দেতে হারা।
আমার ঘুমের সাথে লুকোচুরি রাতের মধ্যিখানে,
স্বপ্ন পুরুষ হয়ত তখন তোমার আহ্বানে।
তুমি বৃষ্টি দেখে অনেক খুশি ইচ্ছে করেই গান,
আমার ঘরে জলের ফোটা কতই ব্যবধান।
তোমার এটা সেটা ভাল লাগে না চাইনিজ, ফাস্ট ফুড-
স্বপ্ন চোখে অনেক নিয়ে চিবুই বাদাম, বুট।
তুমি চল নাম না জানা হরেক গাড়ির ভিড়ে,
হয়ত লোকাল বাসটাও মিস, হাঁটছি আমি ধীরে।
যানজটে পথ দিচ্ছি পাড়ি ঘামে ভেজা গা,
তোমার শরীর আধেক ঘুমে চলছে এসি টা।
ঝাল মুড়ি ঐ মোড়ের দোকান দিচ্ছে ডেকে শিশ,
ইচ্ছে ছিল খাব তবু আজকেও হল মিস।
যাক চলে যাক এমনিই দিন, দিনের খুশি মত
আছি আমি ছিলাম যা তাই, নইকো আশাহত।
সুখের পরশ ডানায় মেলে যাচ্ছ তুমি উড়ে,
হয়ত আমি দাঁড়িয়ে আছি অনেক অনেক দূরে।