একলা মানে একলাই চলা সঙ্গিবিহীন পথ,
সুখের জন্য কণ্টক ভরা মায়ার পুষ্পরথ।
একলা মানে উঁচুগাছে আফডালে বসা কাক,
সকাল সন্ধ্যে বিশ্রী করে কা কা করে ডাক।
দৈব ভাবে আঁকা ছবি মনেরই ক্যানভাসে,
একলা মানে একলাই আমি তুমিও নেই কাছে।
হাজার স্বপ্ন বীজ বুনে যায় মূলেই উৎপাটন,
সব সৃষ্টির মাঝেও তবু ঘটে কত অঘটন।
একলা মানে চোখের কোনায় জলের লুকোচুরি,
ইচ্ছে করেই উস্কে দেয়া আমার ইচ্ছেঘুরি।
রাত দুপুরে এপাশ ওপাশ জানলা দিয়ে উঁকি,
এইতো আমি আমার মতই সবার থেকে সুখী।
বুঝতে পারি তখন; যখন একলা লাগে খুব,
নিকশ কালো সঙ্গী আমার থাকে যে নিশ্চুপ।